Tuesday, October 18, 2016
Thursday, October 6, 2016
Yay, the pujo is here!
পুজো এসেছে রে শালা, মজা করবি না মানে? তুই করবি না তো তোর বাপ করবে! কেতা করে সঙের মতো নতুন জামা পরবি, ভিড় ঠেলে হন্যে হয়ে ঘুরে বেড়াবি, তেড়ে সক্কলকে গালি দিবি আর মেয়ে দেখে নাল ফেলবি, পাগলার মতো যা তা গিলবি, হাজারটা লোকের পা মাড়িয়ে দিবি, দশবার পকেটমার হবে, গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে যাবি কিংবা যাবি না, পয়সার শ্রাদ্ধ হবে, আকণ্ঠ ধার হবে, শরীর খারাপ হবে, হাজারটা কাজ পন্ড হবে, মাইকের হুঙ্কারে পাড়ার নিরীহ বুড়োর জ্বালাতন হবে, ছেলেপুলের পড়া নষ্ট হবে, তবে না মজা হবে, তবে না দেবীর মান রাখা হবে, বাঙালির গৌরব রক্ষা হবে! হাজারটা ফ্রিজ টিভি এসি গয়না বিক্কিরি হবে, বাজে রেস্টুরেন্টের মুনাফা হবে, নিষ্পাপ মনে টানা অন্ততঃ সপ্তাখানেক কাজে ফাঁকি দেওয়া যাবে, নইলে ধম্মোরক্ষা হবে কি করে? আরে বাওয়া, এতো আর পাঁচটা বোকার ধম্মের মতো ধর্মানুষ্ঠান নয় রে, যে একমাস উপোশ করে একদিনের তরে উৎসব করবো, তাও আবার অনেকক্ষণ চুপচাপ পুজো করতে হবে, দানখয়রাত করতে হবে, পরকালের কথা ভাবতে হবে, নিজের দোষত্রুটি সংশোধনের কথা ভেবে মন খারাপ করতে হবে। ... আমাদের নাগাড়ে শুধুই মজা করার হক আছে boss, এরেই কয় শারদোৎসব। ওই জন্যেই তো মাদার দুগ্গা আমাদের এত প্রিয় রে! কয়েক লাখ পুলিশ আর কয়েক হাজার ডাক্তারের প্রাণ বেরিয়ে যায় মজা সামলাতে, দু-পাঁচশোটা মরে আর বিশ-পঞ্চাশটা রেপ হয়ে যায়, তো সে আর কি করা যাবে। ... এত লোকের এত্ত মজার ওটুকু দাম তো দিতেই হবে; তার জন্য আমাদের বদনাম দেয় কোন নিন্দুকে? মনে রাখিস, আমরা কালচারালি সবচেয়ে এগিয়ে, তাই আমাদের হক আছে বাকি দেশকে দেখিয়ে দেওয়ার, যে মজা কেমন করে করতে হয়। যে মানতে নারাজ সে তো একটা...
Subscribe to:
Posts (Atom)